প্রকাশ: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৫ PM
ঢাকা ললিতকলা একাডেমি দেশের অন্যতম একটি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যে ১০ বছরে পা রেখেছে ললিতকলা একাডেমি । এ উপলক্ষ্যে বুধবার বিকেলে এফডিসির ৮ নম্বর ফ্লোরে হয়ে গেল ডিএলএ স্টার অ্যাওয়ার্ড ২০২১ শীর্ষক অনুষ্ঠান । শিক্ষার্থীদের নৃত্যকলা শেখানোর পাশাপাশি দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা শাখায় বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কারে ভূষিত করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে এটিএন বাংলার সিইও এবং এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান, প্রেমস কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীসহ আরও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার পান মোট ৫৩ জন ।
ফ্যাশন ডিজাইনার এ বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা, লিনা’স থাউজেন্ড থিংস-এর স্বত্বাধিকারী শাহরুখ চৌধুরী লিনা, হাফ স্টপ ডাউন প্রোডাকশন হাউজের প্রযোজক মো: আসাদুজ্জামান সকাল, পরিচালক দেবাশীষ বিশ্বাস, নায়ক ইমন, নায়িকা আঁচল, শিরিন শিলা, নিঝুম রুবিনা, কন্ঠশিল্পী বেলাল খান, কাজী শুভ, ডন, কণ্ঠশিল্পী কর্নিয়া, অভিনেতা সিদ্দিকুর রহমান, নৃত্য পরিচালক সোহেল রহমান, আনিসুর রহমান হিরু, ইভান শাহরিয়ার সোহাগসহ আরো অনেকে সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ইমতু রাতিশ ও লাবণ্য। অনুষ্ঠানে জমকালো এক ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ।
অনুষ্ঠানটির মূল টাইটেল স্পন্সরে ছিল হক গ্রুপ অ্যান্ড মানবিক বাংলাদেশ। আর পাওয়ার্ড বাই হিসেবে ছিল প্রেমস কালেকশন। মেকআপ পার্টনার হিসেবে ছিল মনির'স বিউটি লাউঞ্জ এবং ফটোগ্রাফি পার্টনার ড্রিমস ইভেন্ট। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল এটিএনবাংলা।
ঢাকা ললিতকলা একাডেমির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘এটিএন বাংলার মাহফুজুর রহমান স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে টাইটেল স্পন্সর হক গ্রুপ অ্যান্ড মানবিক বাংলাদেশ, পাওয়ার্ড বাই প্রেমস কালেকশনসহ আমাকে এ অনুষ্ঠানে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিষ্ঠানের দশ বছরে পা দিল। ঢাকা ললিতকলা একাডেমির সাথে শুরু থেকে আজ অবধি যারা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাঁদের সম্মাননা দেয়া ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।