বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


মিলিয়ন ডলারের উত্তর 'বাংলাদেশ'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ৮:৪৪ PM

"কোন দেশের নামের শেষে ইংরেজি 'এইচ' বর্ণটি রয়েছে?" -এমন একটি প্রশ্নের উত্তর দিয়ে মিলিয়ন ডলার জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর লাইব্রেরিয়ান রোন তালমা। একই সঙ্গে হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো 'জিওপার্ডি'র নতুন চ্যাম্পিয়ন।

প্রশ্নের উত্তর কী হবে, ধারণা করতে পারেন? নামের শেষে ইংরেজি 'এইচ' বর্ণটি রয়েছে এমন দেশ পৃথিবীতে একটিই আছে- বাংলাদেশ।

অনুষ্ঠানে এই একটি প্রশ্নের উত্তরের জন্যই মিলিয়ন ডলার পুরস্কার নির্ধারিত ছিল। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে আসার আগে আরও অনেক ডলার জিতেছেন তালমা।

মিলিয়ন ডলার এ প্রশ্নের পর্বে তালমার সঙ্গে প্রতিযোগিতার মঞ্চে ছিলেন আলোচিত ট্রান্সজেন্ডার নারী অ্যামি স্নাইডার। ৪২ বছর বয়সী এ নারী একজন শখের প্রতিযোগী। শুধু 'জিওপার্ডি'র মঞ্চ থেকেই এ পর্যন্ত তিনি ৪০ বার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। তবে গত বুধবার শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ নিয়ে প্রশ্নের মারপ্যাঁচে রোন তালমার কাছে হেরে যান তিনি। ট্রান্সজেন্ডার হওয়ায় তার অবস্থানকে চ্যালেঞ্জ করে অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়ার দাবি করেছিল বিরোধীরা। তবে অনুষ্ঠানের আয়োজকরা এ দাবিতে কান দেননি।

১৯৬৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেলিভিশনে জিওপার্ডি প্রচারিত হয়ে আসছে। এটিতে প্রতিযোগীরা বিভিন্ন প্রাসঙ্গিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়ে অর্থ জিতে নেন। অনুষ্ঠানটি জনপ্রিয় কানাডিয়ান উপস্থাপক অ্যালেপ ট্রেবেক উপস্থাপনা করতেন। টানা ৩৬ বছর শোটি হোস্ট করার পর ২০২০ সালে ক্যান্সারে মারা যান তিনি।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com