শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
 
শিরোনাম: নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ       ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা       একদিনে শনাক্ত আরও ৫১২ জন       দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত       সবার আগে বর্ষবরণ করলো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া       শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড়       ২০২১ সালে ধর্ষণের শিকার অন্তত ১৩২১ নারী!      


নীলফামারীতে চর্তুমুখী ও বোড়াগাড়ীতে নৌকার চেয়ারম্যানের সাথে নৌকা মার্কার প্রতিদ্বীতা
আল-আমিন, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:১৯ পিএম |

আগামী ৫ জানুয়ারী ডোমার উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বর্তমানে উৎসবের আমেজ বিরাজ করছে ইউনিয়নগুলোতে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিদ্বী প্রার্থীদের মধ্যে প্রচারনার প্রতিযোগীতা। রাত-দিন এক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ী বাড়ী। থেমে নেই ইউপি সদস্য পদের প্রার্থীরাও। তারাও রাত-দিন এক করে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। ইউনিয়নগুলোতে ভোটের পোষ্টারে সয়লাভ হয়ে গেছে। দুপুর থেকেই বিভিন্ন গানের মাধ্যমে প্রার্থীরা প্রচারনা চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডোমার সদর ইউনিয়নে ৫ জন প্রার্থী প্রতিদ্বীতা করছেন। ৫জন প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বীতা হবে ৪জন প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বীতা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোমাসুম আহম্মেদ। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে মাঠে রয়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতিক পাওয়া আব্দুল হাফিজ।

বর্তমান চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল প্রতিক ইসলামী আন্দোলনের আব্দুল মালেক হাত পাখা ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা মার্কা প্রতিক নিয়ে লড়াই করছেন খন্দকার মো. আহমাদুল হক মানিক। নৌকা প্রতিকের মাসুম মটর সাইকেল প্রতিকের মোসাব্বের হোসেন মানু স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাফিজ ও খন্দকার আহমাদুল হক মানিক এই চার প্রার্থীর নিজস্ব ভোট ব্যাংক থাকায় ৫ জানুয়ারীর নির্বাচনে চর্তুমূখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। অপরদিকে সবচেয়ে আলোচিত ইউপির নির্বাচন দেখতে উপজেলার সকলের চোখ রয়েছে বোড়াগাড়ী ইউনিয়নের দিকে। 

চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদের স্ত্রী প্রধান শিক্ষক মোছা. জেবুন্নেছা আখতার। তার প্রতিদ্বী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা মার্কা নিয়ে বিজয়ী চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন। গত নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম রিমুন বিপুল ভোটে জয়লাভ করলেও এবার দলীয় মনোনয়ন তিনি পাননি। দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বীতা করছেন। ফলে এবার প্রতিদ্বীতা হচ্ছে নৌকার চেয়ারম্যান রিমুনের সাথে নৌকা মার্কার প্রার্থী জেবুন্নেছা আখতারের। 

প্রতিদ্বী দুই চেয়ারম্যান প্রার্থী ভোটরদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি প্রতিদিনেই উঠোন ও খুলি বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন। বোড়াগাড়ী ভোাটারদের সাথে আলাপ কালে জানা যায় এখানে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বীতা হবে। জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, ডোমার সদরে ১৪ হাজার ৪৮৮ জন ও বোড়াগাড়ীতে ২১ হাজার ৬৯৯ জন ভোটার ৫ জানুয়ারীর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com