শিরোনাম: |
জুলফিকার জাহেদীর গানে মডেল হলেন পূর্বা সরকার
বিনোদন প্রতিবেদক
|
![]() এই মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন কলকাতার মডেল ও অভিনেত্রী পূর্বা সরকার। এটি নির্মাণ করেছেন গীতিকার জুলফিকার জাহেদী নিজেই। জানা গেছে, কলকাতার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এ প্রসঙ্গে মডেল পূর্বা সরকার বলেন, ‘এই প্রথম কোনো আন্তর্জাতিক কাজে আমি নিজেকে সাজালাম। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। শুধু কলকাতা বা বাংলাদেশ না বরং বিশ্বব্যাপী গানটা একটা জায়গা করে নিবে।’ ![]() এ প্রসঙ্গে গীতিকার জুলফিকার জাহেদী জানান, ‘কাজটি আমরা খুব প্ল্যান সহকারে এ করেছি। আর পূর্বা সরকার ভীষণ প্রতিভাময় শিল্পী। আমি তাকে নিয়ে এভবিষ্যৎ এ আরও ফিল্মে কাজ করার পরিকল্পনা করছি।’ জানা গেছে, আসছে ঈদে মিউজিক ভিডিওটি গীতিকার জুলফিকার জাহেদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
|