শিরোনাম: |
কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হত্যা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
|
![]() রাজধানীর পুরান ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ছুড়িকাঘাতে কিশোর খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরো তিনজন পলাতক। এ ছাড়া মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ওই ঘটনায় আহত সাজু নামে আরো এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার পুরান ঢাকার লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এসব তথ্য জানিয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। আহত সাজু জানায়, পুরান ঢাকার স্থানীয় মিল ব্যারাক এলাকার বখাটে মুন্না, আকাশের আশ্রয়ে কিশোরদের একটি গ্যাং সক্রিয় রয়েছে। ওই গ্যাংয়ের অন্যতম সদস্য জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত, সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে সোমবার শবে বরাতের রাতে সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় অনন্তর পেটে একাধিক ছুরিকাঘাতে সংজ্ঞা হারায় সে। তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত সাজু ও সোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। ২ ভাইয়ের মধ্যে অনন্ত ছোট ছিল। মিল ব্যারাকের কাগজীটোলায় তাদের বাসা।
|