শিরোনাম: |
সুনামগঞ্জে ১৬০ লিটার মদসহ ২ নারী গ্রেফতার
মোজাম্মেল আলম ভূঁইয়া, হাওরাঞ্চল (সুনামগঞ্জ)
|
![]() পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দিরাই উপজেলার গাচিয়া গ্রামের দীর্ঘদিন চোলাই মদের জমজমাট বানিজ্য চলছিল। গতকাল শুক্রবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাচিয়া গ্রামের পানমতি রবি দাসের নিজবাড়ির উঠানের মাঠির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রাম বোঝাই ১৬০লিটার চোরাই মদসহ মদ তৈরি উপকরণ উদ্ধার করে। পরে মাদক ব্যবসায়ি পানমতি রবি দাসকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য অনুযায়ী পাশর্^বর্তী বাবাশাহ’র মাজার এলাকা থেকে ফুলমতি রবি দাসকে গ্রেফতার করা হয়। দিরাই থানার এসআই রুপক কর্মকার এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গাচিয়া গ্রামে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। |