রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন        প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা       সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা       ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’       ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী        ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে বলল ইসি       পালিয়ে যাওয়া বাশার আল-আসাদের গন্তব্য কোথায়?      


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের বাজার নরসিংদীতে
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০৩ PM

নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিলনা নিত্যপণ্যের দাম। একে একে বেড়েই চলেছে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আলু সহ নিত্যপণ্যের দাম। এতে করে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে আসা ক্রেতা সাধারণের মাথায় হাত। সরকার বড় না অসাধু সিন্ডিকেট বড়? এমনও অভিযোগ করেন আবার অনেকে। আর এসব নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে এবার নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হইয়াছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) সকালে জেলা শহরের শিক্ষা চত্বরের পৌর পার্কে এই বাজারের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উপস্থিত হয়ে এ বাজার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা দেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাসেদ চৌধুরী জানান, সরকারের নির্দেশনায় জেলা প্রশাসন সাধারণ মানুষের নিকট সিন্ডিকেটবিহীন ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে এ বাজারের আয়োজন করা হয়েছে। এ বাজারে ৬৫০ টাকা প্রতিকেজি গরুর মাংস, ১২০ টাকা ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য বাজারের তুলনায় মাছ প্রতিকেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হবে। শাক-সবজিও মানুষের ক্রয়সীমার মধ্যে থাকবে। যেমন লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লালশাক ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, সপ্তাহের প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাজারটি চালু থাকবে। এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় এ ধরণের বাজার চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদফতরের উপ-পরিচালকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এদিকে প্রথমদিনে নতুন এই বাজারে গরুর মাংস, মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজির ন্যায্যমূল্যে কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা
সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

2nd Edition of UNHCR x DIMFF Presents Mobile Filmmaking Workshop: Forced to Flee
সালথায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামা চাপা দিতে ডাকাতি নামে সাজানো নাটক
গাজীপুরে জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
‘‘ইসকন’’ নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিগবসে যাচ্ছেন পরীমনি?
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com