রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: ‘সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’       শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব       ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৫৯৬, মৃত্যু ৭       যেসব দেশের ভিসা পেলেন খালেদা জিয়া       ‘দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে’       বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন ড. ইউনূস       কী আছে ভারতীয় হাইকমিশনে দেওয়া বিএনপির স্মারকলিপিতে      


নরসিংদীতে সিএনজি চালক হত্যার রহস্য উদঘাটন, আটক-৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০২ PM

জেলার মাধবদী থানাধীন এলাকায় সিএনজি চালক উজ্জ্বল হত্যার রহস্য উদঘাটন করেছে মাধবদী থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যটি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানার চারগাছ গ্রামের জাকির মিয়ার ছেলে টিপু (২৫), একই গ্রামের মোবারক হোসেনের ছেলে মোঃ মোশাররফ হোসেন ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল এলাকার মৃত আলমগীর মিয়ার ছেলে মোঃ বাবুল ওরফে পাঠা বাবুল (৩৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক উজ্জ্বল মিয়া গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে প্রতিদিনের মতন ভাড়ায় চালিত সিএনজি গাড়ী নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরেরদিন লোকমুখে উজ্জ্বলের স্ত্রী খবর পায় যে নরসিংদীর মাধবদী থানাধীন বালুসাইর এলপিজি গ্যাস ফিল্ডের সামনে সড়কের পাশে একটি লাশ পড়ে রয়েছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সিএনজি চালক উজ্জ্বলের লাশ সনাক্ত করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের নজরে আসলে তিনি হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে থানার উপপরিদর্শক সেকান্দর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়য়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে ঘটনার সাথে সম্পৃক্ত ব্রাহ্মনবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলা থেকে আসামী টিপু ও পাঠা বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। পরে তাদের স্বীকারোক্তিতে বুধবার ভোরে ব্রাহ্মনবাড়িয়ার চারগাছ গ্রাম থেকে অপর আসামী মোশাররফকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১টি সিএনজি গাড়ী, সিএনজি গাড়ী বিক্রির ৫০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com