প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০০ PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ এবং উফসী জাতের সমলয় চাষাবাদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে বলেন, "সমলয় চাষাবাদ ব্যবস্থার মাধ্যমে কৃষকেরা সমন্বিতভাবে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের সুবিধা পাবেন, যা জাতীয় খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ কর্মসূচির আওতায় দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে মোট চার হাজার কেজি হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়। এ ছাড়া সমলয় চাষাবাদ প্রদর্শনীর জন্য ৫০ একর জমিতে উপকারভোগী ১৫০ জন কৃষকের মাঝে ৬০০ কেজি বীজ ও ৪৫০০ ট্রে সরবরাহ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা আবু সামা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রকল্পটির মাধ্যমে এলাকার কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা প্রদান করা হচ্ছে।