প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:৪৬ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেওয়া হয়েছিল। ঐ ৩১ দফার সঙ্গে নতুন প্রস্তাব মিলে যাবে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে ‘বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে বিএনপি যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিলো তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন। তিনি আরো বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়। নতুন যে প্রস্তাব দেওয়া হবে, এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কেননা, এটা জাতিকে এগিয়ে নেয়ার ভাবনা থেকেই করা হয়েছে। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঞ্চালনায় ছিলেন শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল।