রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!       হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের       চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন        প্রাথমিকে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ, থাকছে না পোষ্য কোটা       সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে: সিরিয়ার বিদ্রোহীরা       ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’       ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী       


স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে দেখতে চাই: বেবী নাজনীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১:৫৮ PM

বিনোদন জগতের ব্লাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তার। পরবর্তী সময়ে থিতু হন যুক্তরাষ্ট্রে। অবশেষে দীর্ঘ আট বছর পর রোববার (১০ নভেম্বর) দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরতে পেরে এই সংগীতশিল্পীর কাছে মনে হয়েছে সত্যিকারের স্বাধীনতা পেলেন। এমনটি জানিয়েছেন দেশীয় একটি গণমাধ্যমে।

এত দিন পর দেশে ফিরে কেমন লাগছে? এমন এক প্রশ্নে বেবী নাজনীন বলেন, সত্যি বলতে, তৃপ্তি পেয়েছি। ঢাকায় পা রাখার পর মনে হয়েছে, সত্যিকারের স্বাধীনতা পেলাম। একজন মানুষকে বিনা কারণে পরিবার, আত্মীয়-স্বজন রেখে যখন দেশের বাইরে থাকতে হয়, তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। দেশে ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারিনি এত দিন।
চলতি বছরের ১৮ এপ্রিল বেবী নাজনীনের মা মারা যান। তখনো দেশে ফিরতে পারেননি তিনি। এই বিষয়ে বলেন, এ বছরই আমার মা না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার পরও দেশে ফিরতে পারিনি। সন্তান হিসেবে এর চেয়ে অসহায়ত্বের আর কী হতে পারে? এখন মনে হচ্ছে মুক্তি পেয়েছি। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না।

রাজনীতির কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। গান মিস করেননি? এমন প্রশ্নে এই শিল্পী বলেন, বিদেশে আমি কিন্তু গানের সঙ্গেই ছিলাম। আমেরিকা, ইউরোপে বড় বড় কনসার্ট করেছি। সেখানে কেউ আমাকে গান করতে বাধা দেননি। তবে হ্যাঁ, দেশে থাকলে হয়তো নতুন অনেক গান করতে পারতাম, সেটা হয়নি। বাংলাদেশের শ্রোতারা বঞ্চিত হয়েছেন আমার গান থেকে। বিদেশে থেকে আমি দলীয় কার্যক্রমও পরিচালনা করেছি। বলতে গেলে, সব সময় কাজের মধ্যেই থাকতাম। যার কারণে গান অতটা মিস করিনি।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ব্লাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী বলেন, দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ তো আর কিছুতে নেই। দলের যেকোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত।
স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে দেখতে চান বেবী নাজনীন। আগামীর বাংলাদেশ নিয়ে তিনি বলেন, আমরা বলি না, স্বপ্নের বাংলাদেশ! এবার সেই স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে দেখতে চাই। যে দেশে থাকবে না কোনো হানাহানি, থাকবে না হাহাকার। একে অন্যের ভালো-মন্দে পাশে থাকবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে। সংবিধানের বাস্তব প্রতিফলন ঘটবে প্রতিটি সেক্টরে। ঘরে ঘরে বেকার থাকবে না, থাকবে না কোনো বৈষম্য। এমন বাংলাদেশ দেখতে চাই। আমার বিশ্বাস, এই স্বপ্ন সত্যি হবেই।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত বাশার আল-আসাদ!
হাসিনার দুর্নীতি তুলে ধরে ব্যাপক সংস্কারের আহ্বান তারেক রহমানের
কটিয়াদীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
ভারতকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

2nd Edition of UNHCR x DIMFF Presents Mobile Filmmaking Workshop: Forced to Flee
সালথায় হত্যাচেষ্টা ঘটনাকে ধামা চাপা দিতে ডাকাতি নামে সাজানো নাটক
গাজীপুরে জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
‘‘ইসকন’’ নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিগবসে যাচ্ছেন পরীমনি?
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com