প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:৩৫ PM আপডেট: ১২.১১.২০২৪ ৯:৩৭ PM
ইউরোপের হার্ট সুইজারল্যান্ডের লুর্জানে ১০ নভেম্বর রবিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন, ইসমাইল হোসেন কাউসার (সভাপতি লুর্জান বিএনপি), প্রধান অতিথির আসন অলংকৃত করেন সুইজারল্যান্ড বিএনপির অন্যতম জননেতা মোফাজ্জল মল্লিক (সাজিল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , হাজী রফিকুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুইজারল্যান্ড বিএনপি সঞ্ছালনা করেন সামসুদ্দিন তালুকদার ও জুবায়ের আহমেদ জুয়েল। বিএনপি নেতা মাহফুজ আহমেদ শিকদার, বিএনপি নেতাইকবাল মোল্লা, সহিদ হোসেন খোকন- সাবেক সাধারণ সম্পাদক সুইজারল্যান্ড, বিএনপি নেতা, মইনুল হক খান অপু. সমির কুমার রায় (স্বপন) জুরিখ বিএনপির সভাপতি। উপস্থিতি নেতৃবৃন্দ বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনা এবং শহীদ রাষ্টপতি জিয়ার দেশপ্রেম এবং সফলতা নিয়ে সবাই একটি সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯৭৫ সনের বাকশাল আর রক্ষীবাহিনী ধ্বংস করেছিল দেশের স্বাধীনতা সেক্ষেত্রে শহীদ জিয়া শক্ত হাতে বাংলাদেশের হাল ধরেছিলেন। এবার ২০২৪ এসে সেই ১৯৭৫ এর আওয়ামী লীগ আবার দেশকে লুটেরা, মাফিয়া, দু:শাসন বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আয়না ঘর, গুম, খুন, মামলা হামলায় সমগ্র বাংলাদেশ এক কারাগারে পরিনত করে। প্রধান অতিথি মোফাজ্জল মল্লিক সাজিল তার বক্তব্যে বলেন- ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিল্পবের কথা আপনারা জানেন সেই বিল্পবের পরে বাংলাদেশকে আধুনিক এবং বহুদলীয় গনতান্ত্রিক রাষ্ট্র গঠণ করেন।
প্রধান অতিথি প্রত্যাশা করেন বর্তমানে বাংলাদেশে ৫ আগষ্ট যে শিক্ষার্থী এবং জনতার যে বিজয় এসেছে তাকে কাজে লাগাতে হবে দেশের মানুষের উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। তিনি সুইজারল্যান্ড বিএনপিকে সর্তক ভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আবেদন জানান। এছাড়া ও সমগ্র সুইজারল্যান্ড হতে নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রেখেছেন- সাজ্জাদ হোসেন বাপ্পি, হাসান তালুকদার, ওয়াহিদ হোসেন রানা, তুষার আহমেদ, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুদ্দিন তালুকদার, জুবায়ের আহমেদ জুয়েল, মিজানুর রাহমান শিবির ভুঁইয়া, শাহিন মিয়া, জামাল হোসাইন, চঞ্চল মাতবর, আরমান উদ্দিন ববি মিয়া, রুনু আক্তার, আব্দুল কাদের সোহেল (জেনেভা), মোঃ আলাউদ্দিন জেনেভা, সৈকত ভূঁইয়া, অরেঞ্জ মিয়াঁ, আশিকুর রাহমান-জেনেভা, নজরুল ইসলাম মোল্লা, সঞ্জয় বারুয়া জেনেভা এবং খোরশেদ আলম (ফ্রিবুরগ)। সার্বিকভাবে আয়োজন লুর্জান বিএনপির পাশে ছিলেন ইকবাল মোল্লা, মাহফুজ আহমেদ শিকদারও বন্ধুরা।