প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:১২ PM
হৃদয়ে মিতালী গ্রুপের আয়োজনে রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে পালিত হয়ে গেল 'গণতন্ত্রের বিজয় উৎসব' শীর্ষক আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠান। গ্রুপের কেন্দ্রীয় প্রধান দায়িত্বশীল জনাব এম. হাফিজ উল্লাহর উপস্থাপনায় এতে অংশ নেন ৪২ জন সদস্য ও অতিথিবৃন্বিদ। বিগত ১৫ থেকে ৭০ বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী বরেণ্য রাজনৈতিক চিন্তাবিদ, একটিভিস্ট এবং তুখোড় স্বৈরাচার-বিরোধী লেখক, কবি ও সাংবাদিক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদী আরব প্রবাসী জাতীয়তাবাদী চিন্তাবিদ ও ব্লগার মোজাম হক, ও আমেরিকা প্রবাসী স্বৈরাচার-বিরোধী নন্দিত লেখক তৌফিকুল ইসলাম পিয়াস প্রমুখ।
বক্তাগণ, আওয়ামী স্বৈরতন্ত্র ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনের মুখে ক্ষতিগ্রস্ত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিগত দিনসমূহের স্মৃতিচারণ করতে গিয়ে ৭১ পূর্ব বাংলাদেশে শেখ মুজিব এর মিশ্র কর্মকান্ডের ইতিহাস তুলে ধরেন। বেশীর ভাগ সদস্য জাতীয়তাবাদী এক্টিভিস্ট হলেও তারা দেশের স্বার্থ রক্ষাকেই মানদন্ড বলে বিবেচনা করার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাজনৈতিক বিচার বিবেচনা, সিদ্ধান্ত ও নিজস্ব দর্শন থাকা উচিত বলে মন্তব্য করেন।
সিনিয়র সদস্যবৃন্দ গণতন্ত্র অর্জন এখনো অপূর্ণ রয়ে গেছে উল্লেখ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সিস্টেমকে প্রতিটি ফ্যাসিস্ট দর্শনধারী, লুটেরা ও বিদেশপন্থীকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত কারো পুর্ণ নিরাপত্তার অবকাশ নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, এন আই মাহমুদ, লে. ক. ফেরদৌস আজিজ (অব.), হাসান রেজা সাইয়িদ, লেখক সাইফুল আলম, নদী বিশেষজ্ঞ ইসমাইল গাজী, লায়ন আজম খান, কবি মির্জা আশরাফ, ব্যাংকার মইনুল হক মল্লিক, আমেরিকা প্রবাসী প্রকৌশলী শাহাদত সহরোওয়ার্দী, এড. শাকিলা আফরোজ, এড. শান্তা আহমেদ, এড. সোমা হোসাইন, সুলতানা সায়মা রেইনী, মাতবর তৌফিক সহ আরো কয়েকজন। সভার শেষে তৌফিকুল ইসলাম পিয়াস ও মোজাম হক, দুজন বিশেষ অতিথির উপহার ও সম্মাননা প্রদান ও নৈশভোঁজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।