বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ৩০ কার্তিক ১৪৩১
 
শিরোনাম: অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড       দেশে ফিরছেন ড. ইউনূস       বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে বাকু সম্মেলনের ভবিষ্যৎ কোন পথে?       রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা সভা       ‘গণঅভ্যুথানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’       ৩০ নভেম্বরের পর আর করা যাবে না হজের নিবন্ধন        নতুন সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির ৩১ দফা মিলবে: মির্জা ফখরুল      


মেহেরপুরে তামাক চাষিদের কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:১৬ PM

মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) এর রিজিউনাল লিফ ম্যানেজার হাসিবুর রহমান, এরিয়া লিফ ম্যানেজার সাইফুল ইসলাম,সহকারী লিফ ম্যানেজার কামরুজ্জামান তুহিন, এফটি মোজাম্মেল হকের বিরুদ্ধে আবারও মানববন্ধন করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে কাংলীগাংনী গ্রামের কার্ড বঞ্চিত তামাক চাষিরা। আজ দুপুরে কালিগাংনী তিন রাস্তা মোড়ে ভুক্তভোগী তামাক চাষিরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কালিগাংনী গ্রামের ক্ষতিগ্রস্ত তামাক চাষি মানিক মিয়ার নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত মৌসুমে মেহেরপুর জেলার প্রকৃত কৃষকদের তামাক না নিয়ে ব্যবসায়ীদের নিকট থেকে  তামাক ক্রয় করেছেন। দালালদের মাধ্যমে অন্য জেলার বড় বড় তামাক ব্যবসায়ীদের  নিকট থেকে কেজিপ্রতি কমিশন নিয়ে নিম্নমানের তামাক ক্রয় করায় প্রকৃত চাষিরা ন্যয্যমুল্য থেকে বঞ্চিত হয় এবং চাষীরা প্রতিবাদ করেন।

মুল্য বঞ্চিত তামাক চাষিরা প্রতিবাদ করার এঘটনায় ক্ষিপ্ত হয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ( বিএটি) র দেয়া কালিগাংনী নওপাড়ার  গ্রামের লিফ রিজনের প্রায় ৪৫ জন তামাক চাষীর   তামাক বিক্রির কার্ বাতিল করেন। প্রকৃত কৃষকের   কার্ড বাতিল করার অভিযোগ তোলেন মানববন্ধনকারীরা। বাতিলকৃত কার্ড পুনরায় ফেরত দেয়ার দাবী তুলে তামাক চাষি জাকির হোসেন বনেল, আমি প্রায় ১৫ বছর ধরে তামাক চাষ করি। প্রথমে আমি কোম্পানীর সব শর্ত পুরুন করায় আমাকে ২ একরের কার্ড দেন বিএটি। পরে আমি আরও আবাদ বৃদ্ধি করলে ৩ একরের কার্ড দেয়। গেল বছর কোম্পানি আমাকে উন্নতমানের তামাত পুড়ানোর ঘর নির্মাণ করতে বল্লে  দে ড় লক্ষ টাকা খরচ করে ঘর নির্মান করেছি।  অথচ আমাকে কিছু না জানিয়ে আমার কার্ড বাতিল করেছে। আমার সব টাকা লোকসান। কার্ড ফেরত না দিলে আদালতে মামলা করবেন বলেও জানান এই তামাক চাষি। তামাক চাষি রমজান আলী জানান, আমি কোম্পানির সব নিয়ম মেনে আবাদ করেছি। কিন্তু এবার আমার কার্ড বাতিল করেছে। আমি এর প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি।

সেই সাথে  ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিভিশনাল কর্মকর্তা আসিফ সাহেবের  কাছে  বিচার দাবী করেছেন ।
ব্রিটিশ টোব্যাকো কোম্পানির রিজনের প্রবীণ  তামাক চাষী  মানিক , বলেন, তামাক বিক্রয়ের কার্ড প্রতিহিংসা পরায়ন হয়ে  বাতিল করার  প্রতিবাদে আমাদের  এই মানববন্ধন  কর্মসৃচি। উপরোক্ত কর্মকর্তার দ্বারা আমরা কৃষকরা লাঞ্ছিত হয়েছি। কিছু অসাধু ব্যবসায়ীরা উপরোক্ত কর্মকর্তাদের সাথে  জড়িত থাকায় আমরা কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রকৃত কৃষকদের কার্ড কেটে  দেওয়ার বিষয়টি  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।  একই সাথে আমাদের কার্ড তালিকাভুক্ত করার দাবী জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালি গাংনী  গ্রামের লিফ রিজনের তামাক চাষী  রমজান আলী,আখের আলী,সাকের আলী,ইমারুল  ইসলাম,সোহেল হোসেন, রিপন আলী, জিয়ারুল ইসলাম,পিকলু,আশরাফুল ইসলাম,আলামিন হোসেনসহ অনেকে এব্যাপারে মেহেরপুর ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ( আর এম) হাসিবুর রহমানের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় মন্তব্য লেখা সম্ভব হয়নি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের বাজার নরসিংদীতে
নরসিংদীতে সিএনজি চালক হত্যার রহস্য উদঘাটন, আটক-৩
কালীগঞ্জে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ ও সমলয় চাষাবাদ প্রদর্শনী উদ্বোধন
৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মত বিনিময়
নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফিনল্যান্ড বিএনপির সমাবেশ
কালীগঞ্জে পুলিশি অভিযানে ৪শ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক
সুইজারল্যান্ডের লুর্জানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সালথায় এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা হাত পা কেটে দিলো কয়েক যুবক
গাজীপুরে গাঁজা ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com