প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:২৪ PM
উদ্যোক্তাদের আলোর বাতিঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন।একদল উদ্যমী দেশপ্রেমিকদের দৃঢ় সংকল্পে দেশ সাজানোর স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশন।
গতকাল শনিবার বার সন্ধ্যা ৬ টায় রাজধানীর মোহাম্মদপুর্ দেশের খ্যাতিমান উদ্যোক্তা,সাংবাদিক,আইনজীবীও সমাজসেবকদের উপস্হিতিতে কেক কাটার মধ্যদিয়ে দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির কে চেয়ারম্যান ও আসমা আশগারকে মহাসচিব করে মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশনের ৭ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করে। উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,কোষাধ্যক্ষ মোঃ আতাউর রহমান মিল্টন ,নির্বাহী সদস্য আনজুমান আরা বানু,আমেনা মনোয়ারা,আলপনা ও ফিরোজা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ ইকরামুল হক ভূঁইয়া, নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাসিনা আনছার,হোসনে আরা ইব্রাহিম ফকির, মনোয়ারা ইব্রাহীম ফকির প্রমুখ।
নব আত্মপ্রকাশ করা সংগঠন মেঘনা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানায়,শুধু উদ্যোক্তাদের পাশে নয়,দুস্থ, অসহায়,নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো,অবহেলিতদের জন্য কাজ করবে বলে আশ্বাস ব্যক্ত করেন। সংগঠনের সাধারন সম্পাদক আসমা আশগার আরো জানায়,তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের দরিদ্র অঞ্চল গুলোতে মসজিদনির্মাণসহ নানান ধরনের উদ্যোগ নিয়ে কাজ করবেন।সে জন্য সকল কে তাদের তথ্যমত প্রকাশের মাধ্যমে দিক নির্দেশনা পরামর্শের মাধ্যমে পাশে থাকার আহ্বান জানায়।