প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:৩০ PM
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ৪ই অক্টোবর বিকাল ৫ ঘটিকায় সোনাপুর বাজার এর বাচ্চু মাতুব্বরের বিল্ডিং এর দোতলায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সাবেক সালথা থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানোয়ার হোসন এর সঞ্চালনায় সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওঃ আজিজুল হকে এর সভাপিত্বতে কর্মী সভায় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব দলের যুগ্ম সাঃ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান লিটন, প্রবীণ বিএনপি নেতা রহুল মোল্লা (ফুকরা)। ও হাবিবুর রহমান হাবিব-সাবেক সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ বকুল মাতুব্বর-সিনিয়র সহ সভাপতি সোনাপুর ইউনিয়ন বিএনপি। মোঃ শুকুর মাস্টার প্রবীণ বিএনপি নেতা। বিএনপি নেতা মোঃ সাখায়াত হোসেন জয়নাল,আমির হামজা,একে আজাদ,লিয়াকত হোসেন (নটখোলা). সাগর মাহমুদ -সাবেক ছাত্রনেতা , ও অত্র ইউনিয়নে বিএনপির নেতাকর্মীগণ।
বক্তাগন সোনাপুর ইউনিয়নে কর্মীদের বসার ব্যবস্থা তথা একটি অফিস দরকার। এ কথায় সকলেই একমত পোষন করেন। এবং অতিদ্রুত অফিসটি নেওয়া হবে বলে সকলকে জানানো হয়। সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওঃ আজিজুল হক বলেন সব সময় আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং অনু-প্রবেশকারীদের থেকে হুসিয়ার থাকতে হবে যেন তারা আমাদের দলের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করতে না পারে।
ফরিদপুর জেলা যুব দলের যুগ্ম সাঃ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান লিটন বলেন বিএনপির ত্যাগী ও দুঃসমেয়র সাথী যে সকল নেতাকর্মীগণ দলের সাথে থেকে আওয়ামী দুঃশাষন ও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাঁয়ে পাড়া দিয়ে যদি কেহ উপরে উঠতে চান তাহলে ক্ষণিকের জন্য হয়তে উঠতে পারবেন কিন্তু দীর্ঘ সময় টিকে থাকতে পারবেননা। ত্যাগী নেতাকর্মীদের সকল তথ্য কেন্দ্রে ও আমাদের কাছে রয়েছে।
আমি আরো বলতে চাই আপনারা সকলে এক সাথে মিলেমিশে কাজ করবেন এবং দলের প্রতি সম্মান রেখে কাজ করবেন। দলের কমান্ড ব্যাতিক্রম কোন কাজ করবেন না।