প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৬:১৯ PM
ঢাকাই ছবির বাজার চাঙা হয় বছরের দুই ঈদ মৌসুমে। এ কারণে ঈদ মৌসুমে চাহিদার চেয়ে বেশি ছবি মুক্তির হিড়িক লাগে। রোজার ঈদের বাকি মাস ৬ মাস। এরই মধ্যে সংশ্লিষ্টরা ঈদে ছবি মুক্তির দেয়ার প্রস্তুতি শুরু করেছেন।
ঈদ টার্গেট করে ভরপুর অ্যাকশনে ‘খোদা হাফেজ’ নামে একটি ছবি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক আবদুল কাদের দিদারের। নবাগত নায়ক দিদার বলেন, দুই বছর ধরে ‘খোদা হাফেজ’ ছবির কাজ হয়েছে। এতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। এজন্য ফাইট শিখতে, বডি ট্রান্সফর্ম করতে অনেক সময় দিতে হয়েছে। সবকাজ শেষ, শুধু সেন্সর পাওয়া বাকি। আমাদের টিমের সিদ্ধান্ত আগামী রোজার ঈদে মুক্তি দেব।
তিনি বলেন, ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। এমনকি ধর্মীয় কোনো বিষয় নেই। দর্শক এই গল্পে একটু পর পর কী ঘটবে সেটা এই সিনেমা না দেখলে কেউ আন্দাজ করতে পারবে না। মূলত হিউম্যান ট্রাফিকিং নিয়ে এ ছবির গল্প। পরিচালক অনিক বিশ্বাস বলেন, ঈদ উৎসবে দেশীয় সিনেমা নিয়ে দর্শকের মধ্যে বাড়তি আগ্রহ থাকে। রেগুলার দর্শকের বাইরেও অনেক নতুন দর্শকেরও আগমন হয়। পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি আমার এই সিনেমা রিলিজের জন্য ঈদই উত্তম সময় হতে পারে। এ ছবিতে দিদারের নায়িকা নিপা রিয়েলি। আরও আছেন সাঞ্জু জন, আমান রেজা, যুবরাজ প্রমুখ। শিগগির ছবির টিজার ও গান প্রকাশ হবে।