প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪১ PM
কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি পৃথক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনে, সংবিধানে কিছু সংস্কার- পরিবর্তন দরকার, বাংলাদেশ জামায়াত ইসলামী সংবিধান সংস্কারের পক্ষে। প্রথমত, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। একজন ব্যাক্তি দুই বারের বেশি অর্থাৎ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকলেই স্বৈরাচার হয়ে যায়- ফ্যাসিবাদ হয়ে যায়। রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দলীয় প্রতীকে নির্বাচন হবে- যে যত শতাংশ ভোট পায়- সে হিসেবে সংসদে আসন নির্ধারণ হবে। তিনি গত শনিবার বিকাল ৪টায় চান্দিশকরা ও ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত পুলিশের গুলিতে নিহত উপজেলা ছাত্রশিবির সভাপতি শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারী ও ছাত্র আন্দোলনে নিহত শহিদ জামসেদুর রহমান মিয়াজী জুয়েল এর পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চান্দিশকরায় শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমীর মাহজুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান। পরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি ডাঃ তাহের। এ উপলক্ষ্যে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারী মু. বেলাল হোসাইন, মসলিসে সুরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। সাবেক শিবির নেতা শাখাওয়াত হোসেন শামীম ও হাফেজ মর্তুজার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান, জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, শহীদ জামশেদের চাচা আইয়ুব মিয়াজী, এডভোকেট সাইফ উদ্দিন, মাস্টার মাসুম বিল্লাহ, শিবির নেতা মোজাম্মেল হক প্রমুখ। পরে কেন্দ্রীয় জামায়াতের উদ্যোগে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের মাঝে দুই লাখ টাকা হস্তান্তর করা হয়। উভয় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক জেলা আমীর আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম প্রমুখ। পথসভায় আরো বক্তব্য রাখেন, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী কাজী ইয়াছিন,পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল প্রমুখ।