প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৭ PM
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শ্রমিক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আতিকুর রহমান
সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ও সেক্রেটারী, জাতীয় শ্রমিক ঐক্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, উপদেষ্টা এডভোকেট মহসীন কবির মুরাদ সহ সভাপতি আবুল খায়ের, মমিনুল ইসলাম, এডভোকেট মনজুরুল আলম মিরন, গুলিতে আহত শ্রমিক মুরাদ হোসেন, ঢাকায় নিহত রিপন এর মা সুফিয়া বেগম, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন মানিক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী। মুক্তি যোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিলেন ৫৩ বছরেও সে বাংলাদেশ জনগণ পায়নি। যে কারণে দেশকে দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করতে হয়েছে। লাঠি দিয়ে ছাত্র জনতা লাইসেন্সধারী অস্রের মোকাবিলায় বিজয় অর্জন করেছে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের খাস মেহেরবানী।
প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত পতিত সরকার প্রশাসন কে শতভাগ দলীয়করণ করেছে, প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দালালরা এখনো অধিষ্ঠিত আছে। হাজার হাজার শহীদ আর আহত ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেবনা। আগামী দিনে যে সংস্কার হবে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকদের স্বার্থ চিন্তা করতে হবে। শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে দেশ জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে আন্দোলনে ক্ষতি গ্রস্থ ৭টি পরিবারের মধ্যে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।