প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৯ PM
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। রোববার (৮ সেপ্টেম্বর) নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ। এ সময় কক্সবাজার জেলা পুলিশের একটি দল নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় নবাগত পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এদিকে কক্সবাজারে ৪ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত রাত ৭টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহর সই করা এক আদেশে তাদের প্রত্যাহারের কথা জানানো হয়।
প্রত্যাহার হওয়া চার থানার ওসি হলেন—কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনী, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ও ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল।
তিনি বলেন, চার থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তাদের জায়গায় নতুন কর্মকর্তা আসবেন।