প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৭ PM
ইতালি মনফালকোনে চেন্ত্র কুলতুরালে ইসলামীকো বাইতুস সালাত আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) এই বই বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেন্ত্র কুলতুরালে ইসলামীকো বাইতুস সালাত এর সভাপতি জনাব রেজাউল হোক রাজু এবং যৌথ পরিচালনা করেন এস এম ওমর ফারুক ও লোকমান হাকিম।
প্রধান অতিথি ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং ছাত্রছাত্রীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে সেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকারসহ উপস্থিত ছিলেন মনফালকনে শহরে বাংলা কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গরা। দেশীয় আমেজে নানারকম খেলা হয় অনুষ্ঠানে। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মজাদার খাবার পরিবেশন করা হয়। নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।