রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার       ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৫ হাজার       রাজধানীতে ঝুম বৃষ্টি শেষে পানির নিচে যানবাহন, ঘরে শুকনো ফেরা দায়!       প্রবাসীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জ হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই: জামায়াত আমির       নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, সারাদেশে সেনা মোতায়েন রয়েছে: সেনাপ্রধান       প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি: বিএনপি মহাসচিব      


কেমন করছে অন্তর্বর্তী সরকার, সামনে যেসব চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২২ AM

ছাত্র-জনতা অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্ণ হলো আজ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যবস্থার সামনে এখন বড় চ্যালেঞ্জ ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনীতিকে জনমুখী করা। এছাড়াও আছে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ছাড়া রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের চাপ দেয় তা হবে আত্মঘাতী। অস্তিত্বে মিছিলে ছাত্রজনতার রক্ত স্রোত বেয়ে পুন:জন্মের এই বাংলাদেশের দায়িত্ব ৮ আগস্ট দেয়া হয় ড. মুহাম্মদ ইউনূসকে। যুদ্ধ বিধস্ত না হলেও একপ্রকার থমকে যাওয়া বাংলাদেশের সংস্কারের দায়িত্ব মানুষ কাঁধে তুলে দেন অভিজ্ঞ আর নতুনের মিশেলে এই উপদেষ্টা পরিষদকে।

শুরুতে থেকেই দাবি দাওয়া আদায়ে রাজপথে সরব নানা পক্ষ। কখনও তা যৌক্তিক আবার কখনো তা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। মাঝে প্রাকৃতিক দুর্যোগ, যেন ঠিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজটাই এখন শুরু করতে পারছে অন্তর্বর্তী সরকার। তারপরও অনেক সিদ্ধান্ত এসেছে ধীরে হলেও হচ্ছে পরিবর্তন। যেহেতু জনআকাঙ্খার সরকার তাই মানুষ ফলাফলও পেতে চাইছে দ্রুত। সে পথের রূপরেখা কি এই সময়ে দেখাতে পেরেছেন ড. ইউনূস।
দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তোজা বলেন, সরকারকে সংস্কার আর জনপ্রত্যাশা এক সঙ্গে করতে হবে। সরকারের যে কাজ আর আমাদের যে ধৈর্যহীনতা তা একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক। আমাদের ধৈর্য ধরতে হবে। 
রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেন, মনে রাখতে হবে গত সরকার কি কি আচরণের কারণে বিদায় নিয়েছে। তাদের শাসনের যে চেহার ছিল তার থেকে তাদের ব্যবহারের চেহারা আমাদের বেশি আহত করেছিল। কাজেই যে মৌলিক চেতনায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা সেই মৌলিক চেতনায় থাকতে চাই। সেখান থেকে যতটুক সংযোজন বা বিয়োজন দরকার সেটি করতে চাই। একটাই উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা যেনো জনগণের হাতে থাকে।

তারা বলছেন, যা আগে হয়নি কখনো, কিংবা হবে এমন চিন্তাও করা যায়নি। সে উদ্যোগ তো শুরু হয়েছে। তবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ছাড়া রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের চাপ দেয়া তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে। 
আশরাফ কায়সার বলেন, এই বিপ্লোবটি হয়েছে আমাদের বৈষম্যের বিরুদ্ধে। তার মানে আপনি বৈষম্য দূর করবেন, এর মানে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, সংবিধান সংশোধন করনে এবং ক্ষমতার ভারসাম্য আনবেন। এরপর যদি নির্বাচন দেয়া হয় তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের নির্বাচনের চেহারা পাবে। 

গোলাম মর্তোজা বলেন, এখন যে বড় দল বা ছোট দল আছে তাদের সবার ভেতরে একটি উত্তেজনা তৈরি হয়েছে যে দ্রুত নির্বাচন দেয়া হোক আর তারা ক্ষমতায় যাবে। ড. ইউনূসের বিরুদ্ধে একটা বড় দল যদি আন্দোলন শুরু করে তাহলে উনি জনগণের সামনে কথা বলতে পারেন যে আপনারা যদি সময় না দেন তাহলে নির্বাচন দিয়ে চলে যাবো। কিন্তু এতে লাভটা কার হবে ক্ষতিটা কার হবে। যে দল ক্ষমতায় যাবে তাদের জন্য লাভ হবে তবে দেশের জন্য কোনো লাভ হবে না। 
তাদের ভাষ্য স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিবেশিদের কাছে আত্মমর্যাদার জানান দেয়ার যে মানসিকতা দেখিয়েছে বর্তমান সরকার তা প্রশংসনীয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফুটবল খেলার সময় বজ্রপাত, দুই স্কুলছাত্র নিহত
সফল নির্বাচনের ওপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সম্মান: মান্না
ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
আবারো হলিউডে দেখা যাবে দীপিকাকে?
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঈদে আসছে অনিক বিশ্বাসের অ্যাকশন ছবি ‘খোদা হাফেজ’
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হলেন কালীগঞ্জের সন্তান মতিউর রহমান
শ্রীপুরে নরসুন্দর (নাপিত) এর হাতে পোশাক শ্রমিক খুন!
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত
সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার গ্রেফতার ৩
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com