প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ PM
অনন্ত আম্বানির বিয়েতে বলিউড তারকাদের হিড়িক পড়েছিল। কবজি ডুবিয়ে খেয়ে, নেচে-গেয়ে বিয়ে মাতিয়েছেন তারা। অনন্যা পাণ্ডেও ছিলেন এই দলে। তবে লাভের গুড় যেন তার ঝোলায় বেশি। কেননা আম্বানির বিয়েতে নিজেও খুঁজে পেয়েছেন প্রেমিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি মডেল। অন্য পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।
সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।
এদিকে মুখে কিছু না বললেও বুক ফাটছে দুজনের। ইনস্টাগ্রাম দেখেই বোঝা যায়। অনন্যা লাইকে ভরিয়ে দিচ্ছেন ওয়ালকারের প্রতিটি পোস্ট। অন্যদিকে ওয়ালকার লাভ রিয়্যাক্টে ভরিয়ে দিচ্ছেন অনন্যাকে।
এর আগে অনন্যার নাম জড়িয়েছিল আদিত্য রায় কাপুরের সঙ্গে। তাদের প্রেমের গুঞ্জনে মেতেছিল বলিউড। তবে হঠাৎ খবর আসে তাদের বিচ্ছেদের। এরপরই পাওয়া গেল নতুন প্রেমিকের সন্ধান।