প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০১ PM
গত প্রায় দুই দশক বিশ্ব ফুটবলে নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই তারকা দীর্ঘ সময় একই লিগে খেলেছেন, ফলে দুজনের দ্বৈরথ আরও বেশি জমজমাট হয়েছিল। মাঠের খেলায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগীতায়ই ছিলেন এ দুজন। ফলে দুজনের মধ্যে কে সেরা এই প্রশ্নও ছিল সবসময়ই।
তবে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য নিয়ে কে সেরা- সেই বিতর্কের ইতি টেনেছেন মেসি। আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল মিলিয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা মেসিকেই এখন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন অনেক সমর্থক।
অন্যদিকে বিশ্বকাপ না জিততে পারা রোনালদো আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ সাফল্য পেয়েছেন ইউরোতে। ২০১৬ সালে এ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপর নিজ দেশের হয়ে নেশন্স লিগের শিরোপাও জিতেছেন রোনালদো।
এবার আরও একবার নেশন্স লিগে খেলতে নেমেছেন রোনালদো। গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করেছেন তিনি যা তাঁর ক্যারিয়ারের ৯০০তম গোল। তাঁর এই মাইলফলক ছোঁয়ার দিনে পর্তুগাল ম্যাচটি জিতে নিয়েছে ২-১ গোলে। ৩৯ বছর বয়সী পর্তুগীজ এ মহাতারকা এবারই শেষবারের মত এ প্রতিযোগীতায় খেলবেন এমনটাই ধারণা করা হচ্ছে।
এদিকে চল্লিশের কাছাকাছি বয়সে এসেও ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো রোনালদো আগামী বিশ্বকাপেও খেলবেন কি না এমন প্রশ্নও ভক্তদের প্রায়ই করতে দেখা যায়। গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পরও তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। জবাবে রোনালদো বলেন, ‘পর্তুগালের একটা ইউরো (চ্যাম্পিয়নশিপ) জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম।’
ফুটবল খেলা উপভোগ করেন জানিয়ে রোনালদো আরও বলেন, ‘এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল উপভোগ করি। এটাই আমাকে অনুপ্রেরণা জোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়েই হয়। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’