প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৭ PM
প্যারিসের উপকণ্ঠ স্থা ইসলামিক সেন্টারে গত মঙ্গলবার ২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের মাগেফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
রাষ্ট্রদূত তালহা বলেন দেশ ও জাতির কল্যানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে তা জাতি আজীবন স্মরণ রাখবে। শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনায় করা হয়,বিশেষ প্রার্থনা ও দোয়া।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান , হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম , স্থা ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন, সেক্রেটারী কাজী হাবিবসহ কমিউনিটির নেতৃবৃন্দ ছিলেন।