প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ PM
ঢাকা মেট্রোরেল এবার শুক্রবারেও চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে মেট্রোরেল সপ্তাহে ছয় দিন চলাচল করে, কিন্তু শুক্রবার বন্ধ থাকে। যাত্রীদের দীর্ঘদিন ধরে শুক্রবার মেট্রো চালুর দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে, ডিএমটিসিএল শুক্রবার মেট্রোরেল চালুর পরিকল্পনা করছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, “যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে শুক্রবার মেট্রোরেল চালু করার কাজ চলছে। আমাদের একটু সময় প্রয়োজন, পুরো সিস্টেম সাজানো হচ্ছে।”
আরেকটি সূত্র জানিয়েছে, শুক্রবার মেট্রোরেল চালুর ব্যাপারটি প্রায় নিশ্চিত। খুব বেশি সময় লাগবে না। স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য কর্মীদের ডিউটি রোস্টার তৈরি করার নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবারের জন্য মেট্রোরেলের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য সূচি অনুযায়ী, দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে পারে। উত্তরা উত্তর থেকে মতিঝিলের শেষ ট্রেন রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত শেষ ট্রেন রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।