প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:১৩ AM
সরকারের পক্ষ থেকে জাতীয়করণের দাবি পূরণ ক্ষেত্রে করণীয় নির্ধারণের জন্য কমিটি করা হলে আন্দোলন স্থগিতের কথা বলেছিলেন আন্দোলনরত সাধারণ আনসারের প্রতিনিধিরা। কিন্তু পরবর্তীতে আবারও সচিবালয়ের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে শুরু করলে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কর্মকর্তা-কর্মচারীরা বিষিয়ে উঠেন। এমন পরিস্থিতিতে সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে আসলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে ধাওয়া দিলে এলাকা ছাড়া হয় আনসাররা। এক পর্যায়ে পুরো এলাকা দখলে নেয় ছাত্র-জনতা।
রোববার (২৫ আগস্ট) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে সংঘর্ষ শুরু হয়।
এদিকে সংঘর্ষের সময় হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে বলেন, আনসারদের দাবি মেনে নেয়ার কথা বলা হলেও তারা সারাদিন উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এখন শিক্ষার্থীদের উপর হামলা করছে।
তিনি ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে আসারও আহ্বান জানান। পরে একে একে ঢাকা বিশ্বিবদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হয়েছেন। এদিকে সেখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও রয়েছে। শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেককে এপিসি কারে থাকা সেনা সদস্যদের সঙ্গে করমর্দন করতেও দেখা গেছে।