শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


ছাত্র-জনতার দখলে সচিবালয় এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:১৩ AM

সরকারের পক্ষ থেকে জাতীয়করণের দাবি পূরণ ক্ষেত্রে করণীয় নির্ধারণের জন্য কমিটি করা হলে আন্দোলন স্থগিতের কথা বলেছিলেন আন্দোলনরত সাধারণ আনসারের প্রতিনিধিরা। কিন্তু পরবর্তীতে আবারও সচিবালয়ের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে শুরু করলে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কর্মকর্তা-কর্মচারীরা বিষিয়ে উঠেন। এমন পরিস্থিতিতে সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে আসলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে ধাওয়া দিলে এলাকা ছাড়া হয় আনসাররা।
এক পর্যায়ে পুরো এলাকা দখলে নেয় ছাত্র-জনতা।

রোববার (২৫ আগস্ট) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে সংঘর্ষ শুরু হয়। 

এদিকে সংঘর্ষের সময় হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে বলেন, আনসারদের দাবি মেনে নেয়ার কথা বলা হলেও তারা সারাদিন উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে। এখন শিক্ষার্থীদের উপর হামলা করছে। 
তিনি ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে আসারও আহ্বান জানান। পরে একে একে ঢাকা বিশ্বিবদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হয়েছেন। এদিকে সেখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও রয়েছে। শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেককে এপিসি কারে থাকা সেনা সদস্যদের সঙ্গে করমর্দন করতেও দেখা গেছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে’: তারেক রহমান
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: আদালতে দায় স্বীকার করলেন ছাত্রদল নেতা রবিন
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা রূপরেখা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময় সভা
ভাগবাটোয়ারার প্রলোভনে এনসিপি বিক্রি হবে না: নাহিদ ইসলাম
জাতীয় দলে কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৬৩৫ জিপিএ ৫- এসএসসিতে অভাবনীয় সাফল্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
কালীগঞ্জে পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার নিন্দা
টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com