রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট       বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭       লেবাননে ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত       দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ       দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার কোটি টাকা: সিপিডি       ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি: র‍্যাব       সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার      


শতচেষ্টায়ও ধূমপান ছাড়তে পারছেন না, ভরসা রাখুন কলায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৪১ PM

ধূমপানের অভ্যাস ছাড়তে কতকিছুই তো চেষ্টা করা হয়। কেউ ইলেকট্রিক সিগারেট ব্যবহার করেন, কেউবা বিভিন্ন ধরনের স্প্রে। আবার অনেকে বিশেষ চুইংগামে ভরসা রাখেন ধূমপানের অভ্যাস ছাড়তে। এসবে বেশিরভাগ সময়ই সমাধান মেলে না।

মুখে স্প্রে করলে বা চুইংগাম চাবালে হয়তো সাময়িকভাবে নিস্তার মেলে কিন্তু কিছুক্ষণ পরেই আবার সিগারেট খেতে ইচ্ছা হয়। সস্তা একটি ফলেই এই সমস্যা থেকে মুক্তি মেলে। এটি হলো কলা। ভাবছেন কীভাবে? চলুন জেনে নিই বিস্তারিত-খনি অঞ্চলে, চা কিংবা কফির কারখানায় যেসব ব্যক্তিরা কাজ করেন তাদের ফুসফুস সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য তাদের বেশি করে কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের মতে, ধূমপায়ীদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। যদিও এ বিষয়ে খুব বেশি গবেষণা নেই। 

চিকিৎসকদের একাংশ মনে করেন, কলার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে তা ফুসফুসে জমা দূষিত পদার্থ টেনে শরীর থেকে বের করতে সাহায্য করে। ২০২০ সালে আমেরিকার ‘পাবমেড সেন্ট্রাল’ বা (পিএমসি) জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রেও এমনই ইঙ্গিত রয়েছে। এছাড়া কলায় রয়েছে নানারকম ভিটামিন এবং খনিজ রয়েছে। এগুলো শরীরে নিকোটিন শোষণে বাধা দেয়। কলায় আছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার ফুসফুসে জমা টক্সিন দূর করতে দারুণ কাজ করে। এই ফলে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বেশি। তাই শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের সমতা বজায় রাখতেও সাহায্য করে এটি। সিগারেটের নেশা মাথাচাড়া দিয়ে উঠলে অনেকেই তা দমন করতে চুইংগাম খান। এর বদলে এখন থেকে কলা খেতে পারেন। 







 সর্বশেষ সংবাদ

দারুণ জয়ে রেকর্ড থেকে ২ পয়েন্ট দূরে মেসির মিয়ামি
এনএসআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আমি একটা ছাগল, এবার মানুষ হবো: মাহি
ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট
বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঈদে আসছে অনিক বিশ্বাসের অ্যাকশন ছবি ‘খোদা হাফেজ’
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হলেন কালীগঞ্জের সন্তান মতিউর রহমান
শ্রীপুরে নরসুন্দর (নাপিত) এর হাতে পোশাক শ্রমিক খুন!
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত
ফরিদপুরের সালথায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com