প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৮:১৪ PM
ভিয়েনায় একুশে আগস্টে নিহতদের স্মরণে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন হত্যা, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। শোকাবহ পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে বুধবার (২১ আগস্ট ২০২৪) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। সভায় প্রধান অথিতি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, এমরান হোসেন, শফিকুর রহমান বাবুল, মিছবাহুল আরিফ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘একুশে আগস্ট হত্যাযজ্ঞের পেছনে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা ও আওয়ামী লীগকে সমূলে উৎখাত। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে ২০০৪ সালের হত্যাচেষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, ১৯৭৫ সালে এই উদ্দেশ্য সফল হয়েছে। ২০০৪ সালে তা ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, 'এই অপশক্তি গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে গত ৫ আগস্ট নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তারা জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হত্যা নির্যাতন বন্ধের দাবি জানাই।'
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, 'তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। তারাই এবার দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।' সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়।