রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার       ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৫ হাজার       রাজধানীতে ঝুম বৃষ্টি শেষে পানির নিচে যানবাহন, ঘরে শুকনো ফেরা দায়!       প্রবাসীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জ হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই: জামায়াত আমির       নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, সারাদেশে সেনা মোতায়েন রয়েছে: সেনাপ্রধান       প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি: বিএনপি মহাসচিব      


ভিয়েনায় শোক ও প্রতিবাদ সভা
আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৮:১৪ PM

ভিয়েনায় একুশে আগস্টে নিহতদের স্মরণে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন হত্যা, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। শোকাবহ পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে বুধবার (২১ আগস্ট ২০২৪) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। সভায় প্রধান অথিতি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, এমরান হোসেন, শফিকুর রহমান বাবুল, মিছবাহুল আরিফ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘একুশে আগস্ট হত্যাযজ্ঞের পেছনে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা ও আওয়ামী লীগকে সমূলে উৎখাত। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে ২০০৪ সালের হত্যাচেষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, ১৯৭৫ সালে এই উদ্দেশ্য সফল হয়েছে। ২০০৪ সালে তা ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, 'এই অপশক্তি গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে গত ৫ আগস্ট নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তারা জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হত্যা নির্যাতন বন্ধের দাবি জানাই।'

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, 'তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। তারাই এবার দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।' সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফুটবল খেলার সময় বজ্রপাত, দুই স্কুলছাত্র নিহত
সফল নির্বাচনের ওপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সম্মান: মান্না
ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
আবারো হলিউডে দেখা যাবে দীপিকাকে?
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঈদে আসছে অনিক বিশ্বাসের অ্যাকশন ছবি ‘খোদা হাফেজ’
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হলেন কালীগঞ্জের সন্তান মতিউর রহমান
শ্রীপুরে নরসুন্দর (নাপিত) এর হাতে পোশাক শ্রমিক খুন!
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত
সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার গ্রেফতার ৩
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com