মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?       ‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’       বিদ্যুতের বকেয়া নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা আদানির       সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল       সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা       ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন-পলিপ্রোপিলিন ব্যাগ নিষিদ্ধ       ফের অস্থির আশুলিয়া, ৯০ কারখানা বন্ধ ঘোষণা      


শেরপুরে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:২৫ PM

শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের সাথে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) শহরের বিভিন্ন এলাকা ঘুরে ওই দৃশ্য দেখা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে গেছে। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। দেখা মিলছে না সড়কেও। এ অবস্থায় শহরের বিভিন্ন সড়কে আনসারের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্র্যাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এক বা দুইজন আনসারের সাথে দশজন করে শিক্ষার্থী ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেরপুর শহরের থানা মোড়, নিউমার্কেট, কলেজ মোড় ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়সহ বিভিন্ন জায়গায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানজট না লাগে এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করছে তারা। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্র্যাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সাথে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।

শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘রাস্তায় ট্র্যাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছি। আমাদের দেশ সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদেরই গড়ে তুলতে হবে। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি।’ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী লিপু বলেন, ‘দেশে অন্তর্বর্তী সরকার এখনও গঠন হয় নাই। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা রাজপথে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

এদিকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। অটোচালক আব্দুল মালেক জানান, দুইজন আনসার সদস্য খোয়ারপাড় মোড়ে দায়িত্ব পালন করছে। এটা একটা বড় মোড় তবে ট্র্যাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে তাই শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে। আরেক সিএনজি চালক বারেক বলেন, ‘শিক্ষার্থীরা ভালো দায়িত্ব পালন করছে। তারা মোড়ে থাকায় আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাছি। কোন যানজট নাই।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ
আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার
পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?
‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যাদুশিল্পী ঐক্য পরিষদের সভাপতি শাহীন শাহ সম্পাদক বাসেদ মাহমুদ
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
গাজীপুরেে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লুট হওয়া মটর সাইকেল এসআই কাছে হস্তান্তর করল সাবেক চেয়ারম্যান সোহেল
গাজীপুর পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com