দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস
আবু তাহির, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:১২ PM আপডেট: ০৭.০৮.২০২৪ ৮:১৬ PM
প্যারিসের অলিম্পিক থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা। বৃহস্পতিবার দুপুর ২.১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা। প্যারিস বিমানবন্দরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান ফ্রান্সস্থ বাংলাদেশ রাস্ট্রদুত খন্দকার এম তালহা। বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস (EK-582) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে রিসিভ করতে উপস্থিত থাকার কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
এর আগে গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ৩ বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।