মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে: অর্থ উপদেষ্টা       বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার       পেট্রোবাংলায় তিতাস গ্যাস কর্মীদের হামলা-ভাঙচুর       পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?       ‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’       বিদ্যুতের বকেয়া নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা আদানির       সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল      


ড. ইউনূস সফল হবেন, আশা সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:০৯ PM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তিনি শপথ নিতে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে তিনি অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। বিকেলে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত আটটা নাগাদ হতে পারে। উনি দুপুর দুইটায় দেশে আসবেন। ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে।’
ড. ইউনূসের সাথে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমরা সব ধরনের সহায়তা করব। আমি আশা করছি, তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধা করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।’

বৃহস্পতিবার দুপুরে ড. ইউনূসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধানই এয়ারপোর্টে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে করা এক প্রশ্নে ওয়াকার উজ জামান বলেন, ‘আমার ধারণা, আপাতত ১৫ জন হতে পারে। তারপরও দুই-একজন করতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি, তাই এখন কথা বলতে চাচ্ছি না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, ‘পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না।’

শিগগির পুলিশ পুনর্গঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘পুলিশ কাজে নেমে যাবে, যখন তখন ভয়েডটা পূরণ করতে পারব। পুলিশ বিশাল একটা ফোর্স। এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই ভয়েড হয় এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না।’
সেনাপ্রধান বলেন, ‘আমি নিশ্চিত, পুলিশ খুব শিগগির পুনর্গঠিত হবে। এ সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হবে। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব।’ এ সময় তিনি দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। সেনাবাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলে জানান সেনাপ্রধান। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
এবার বাংলাদেশ থেকে সরে যেতে পারে গুরুত্বপূর্ণ সিরিজ
ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে: অর্থ উপদেষ্টা
বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার
‘ব্রাজিলের বিশ্বকাপ জিততে নেইমারকে লাগবেই’
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যাদুশিল্পী ঐক্য পরিষদের সভাপতি শাহীন শাহ সম্পাদক বাসেদ মাহমুদ
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
গাজীপুরেে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লুট হওয়া মটর সাইকেল এসআই কাছে হস্তান্তর করল সাবেক চেয়ারম্যান সোহেল
গাজীপুর পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com