প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১২:৩৩ AM
ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঢাকার নিকুঞ্জ-২ এর বিলাসবহুল বাড়িতে হামলা-ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। মূল ফটক তালাবদ্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ এই হামলা-ভাংচুর চালায়। এ সময় তারা আছাদুজ্জামান মিয়াকে গালাগাল করে চলে যায়। জানা গেছে, নিকুঞ্জ-২ এর বাড়িটি আছাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে করা হয়েছে। বিলাসবহুল বাড়িটিতে তারা থাকতেনও অনেকটা লুকিয়ে। প্রতিবেশী বাড়িগুলোর সঙ্গে খুব একটা আলাপ হতো না তাদের।
বিপুল পরিমাণ অবৈধ সম্পদের দুর্নীতির অভিযোগ ওঠা আছাদুজ্জামান মিয়া ছোট ছেলের নিকুঞ্জের বাড়িতে থাকেন বেশি। তবে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন জোরালো হওয়ার পর তাকে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান।
সম্প্রতি আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে অভিযোগ ওঠে। একাধিক জাতীয় দৈনিকে সংবাদ আসার পর আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুদকে অভিযোগ জমা পড়ে।