প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৮:০৩ PM
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কারামুক্তির খবরে নেতাকর্মীরা লক্ষ্মীপুর উল্লাস করছে। এসময় তারা মিষ্টি বিতরণ করে। মঙ্গলবার (৬ আগস্ট) জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এরআগে জেলাজুড়ে করা হয়েছে আনন্দ মিছিল।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক এ্যাডভোকেট নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি ওসমান আরিফ ও সাধারণ সম্পাদক সার্জেন্ট সাইফুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, সাহেদ সারোয়ার, জহির হোসেন, ফখরুল ইসলাম, আজাদ হোসেন, জাকির হোসেন, মেহেদী হাসান পলাশ, আলম হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।