প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:৫৮ PM
গতকাল সোমবার ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জেড়ে আওয়ামী লীগ সরকার পতনের পর শেরপুরে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা শুরু করে একশ্রেণীর দুর্বৃত্ত। এসময় শেরপুর শহর জুড়ে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক শুরু হয়। রাতের বেলা আরও লুটপাট ও হামলার শিকারের ভয়ে ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধ হয়ে শহরের বিভিন্ন সড়কে পাহারা বসায়। এদিকে ব্যবসায়ীদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ায় শেরপুর জেলায় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। তিনি ঢাকা থেকে গভীর রাতে শেরপুর পৌঁছে শহরে শহরের বিভিন্ন মহল্লার ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং রাতভর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দুর্বৃত্তদের লুটপাট ঠেকাতে পাহারা দেওয়ার ঘোষণা দেন। এসময় বিএনপি নেতা মোঃ হযরত আলী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি রাতেই শেরপুর চলে এসেছি আপনাদের জানমালের নিরাপত্তা দিতে। তারেক রহমান শুনেছেন শেরপুরের বিভিন্ন ব্যবসায়ীদের ওপর হামলা এবং লুটপাট করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট হওয়ায় খুবই ব্যথিত হয়েছেন। তাই আমরা এখানে এসেছি আপনাদের দোকানপাট পাহারা দিতে। আগামীকাল থেকে আমি এবং জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শহর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ পলাশসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করব। তিনি আরো বলেন, এখন থেকে যদি কোন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কোন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে তাহলে তা প্রতিরোধ করা হবে। আপনারা কাউকে কোন চাদা দিবেন না প্রয়োজনে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেবো।
এদিকে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার, তেরাবাজার, মুন্সিবাজার, শহীদ বুলবুল সড়ক, নয়নী বাজার, খরমপুর, গোয়ালপট্টিসহ অন্যান্য মহল্লায় পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা হবিবুর রহমান রাতভর মোটরসাইকেল করে নেতাকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সাহস যোগান এবং লুটপাট ঠেকাতে কঠোর ভূমিকা নেন।