প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১:৫৯ PM
গণভবনের মূল দরজা সোমবার (৫ আগস্ট) খোলা থাকলেও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভাঙা প্রাচীর টপকে আজও গণভবনে ঢুকতে দেখা গেছে সাধারণ মানুষকে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গণভবন এলাকায় গিয়ে দেখা যায়, দেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ সরকারি বাসভবনের ভিন্ন চেহারা৷বাসভবনটির সামনে নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) এর কোনো সদস্যই উপস্থিত নেই। সে জায়গায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। গণভবনের মূল ফটক বন্ধ। সেখানে রয়েছেন সেনা সদস্যরা৷তবে মূল গেইটের উত্তর দিকের দেওয়াল গতকালই ভেঙে ফেলে উৎসুক জনতা। আজ সে অংশ দিয়েই পায়ে হেঁটে গণভবনে প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। ফরহাদ হোসেন নামে একজন দর্শনার্থী ঢাকা মেইলকে বলেন, গণভবন তো কখনও ভেতরে গিয়ে দেখিনি। এখন সুযোগ পেলাম। তাই দেখতে এসেছি।
অনেকেই এভাবে গণভবনের ভেতরের অংশ দেখতে আসছেন। পুরুষের পাশাপাশি দর্শনার্থীদের সারিতে দেখা গেছে নারী ও শিশুদেরও। এর আগে, সোমবার (৫ আগস্ট) গণরোষের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করার পর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ। লাখো মানুষের ঢল নামে গণভবনে। এ সময় সাধারণ মানুষ সাবেক সরকার প্রধানের শাসনব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন৷বিক্ষুব্ধ জনতা পুরো গণভবন চুরমার করে ফেলে। অনেকেই আবার যে যার মতো গণভবনের বিভিন্ন মালামাল নিয়ে চলে যান।