প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১:৫৫ PM
চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। নাজমুল হোসেন শান্তদের আগে দেশটিতে সফরে যাওয়ার কথা এ দলের। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এ দলের সফর পেছানো হয়েছে। একই সঙ্গে শান্তদের অনুশীলনও পিছিয়েছে তৃতীয় দিনের মত।
গত মাসে চট্টগ্রামে লাল ও সবুজ দিনের তিন দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে। সেখানকার প্রস্তুতি শেষ করে ঢাকার ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। গত রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল টাইগারদের অনুশীলন। তবে ছাত্র-জনতার আন্দোলনের কারণে রোবনবার অনুশীলন স্থগিত করা হয়। এরপর গতকাল সোমবারও একই কারণে অনুশীলনে নামেননি শান্তরা। আজ মঙ্গলবারও অনুশীলন স্থগিত করেছে বিসিবি।
এর আগে গত শনিবার স্ট্রেংথ পরীক্ষা দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। স্ট্রেংথ পরীক্ষার পর বিসিবির ফিজিও গণমাধ্যমকে বলেন, ‘আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’