প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৭:৫৩ PM
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুইটি স্কুলে ইসরায়েলি বাহিনীর আক্রমণে ২৫ জন নিহত হয়েছে। তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ফিলিস্তিনি সরকারি সংবাদসংস্থা ও হামাসের মিডিয়া জানিয়েছে, হাসান সালেমা ও আল-নাসেরে এই আক্রমণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের সেনা এই আক্রমণের কথা স্বীকার করে নিয়ে বলেছে, ওই জায়গাগুলি সন্ত্রাসবাদীরা ব্যবহার করছিল। তাদের দাবি, দুইটি স্কুল ছিল, হামাস সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার জায়গা। এখানেই ছিল তাদের কম্যান্ড সেন্টার।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল চত্বরে ইসরায়েলের হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা জানিয়েছেন, আল-আকসা হাসপাতাল চত্বরে তাঁবুতে ঘরছাড়ারা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই আক্রমণ করেছে ইসরায়েল। এর ফলে আগুন ধরে যায়। ফিলিস্তিন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের সেনা বাহিনী আইডিএফের দাবি, একজন সন্ত্রাসীকে টার্গেট করা হয়েছিল। প্রাথমিক আক্রমণের পর সেখানে বিস্ফোরণ হয়। তা থেকে বোঝা যাচ্ছে, ওখানে বিস্ফোরক রাখা ছিল।