প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৫:৪১ PM
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের সংগীত শিল্পীরা। সেখানে সরব উপস্থিতি ছিল জনপ্রিয় গায়ক আসিফ আকবরের। আজ সোমবার এই আন্দোলনে জয়লাভ করেছে ছাত্র জনতা। এতে উচ্ছ্বসিত আসিফ। শেখ হাসিনার পদত্যাগকে স্বাধীনতার নতুন সূর্যোদয় বলে মনে করছেন তিনি।
নিজের ফেসবুকে আজ সোমবার আসিফ লিখেছেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬শে জুলাই ( ৫ই আগস্ট ) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। এরপর লেখেন, মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।
গায়ক আরও লিখেছেন, আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র/ছাত্রী ও তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসাবে। সবশেষে কৃতজ্ঞতা জানিয়ে নিজের গানের লাইন জুড়ে দিয়ে আসিফ লিখেছেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সবুজের বুকে লাল/ সে তো উড়বেই চিরকাল। সাবাশ বাংলাদেশ। এদিকে শেখ হাসিনার পদত্যাগে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।