শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন       নতুন কোনো ইটভাটার অনুমতি নয়, বন্ধ হচ্ছে অবৈধ ৩৪৯১টি: পরিবেশ উপদেষ্টা       ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৪       আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ দাখিল       বিকেল পাঁচটার পর ইসিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা       ১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা      


মেহেরপুরে জমি নিয়ে বিরোধ ভাগ্নেকে কুপিয়ে হত্যা করলো মামা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৫:০৯ PM

মায়ের সম্পত্তির দখল চাওয়ায় ভাগ্নে জামারুল ইসলাম (২৬) কে ধারালো হাসুয়া দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলো  তার মামা।

আজ সোমবার (৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক মামা আবুল কালাম পালিয়ে গেছে। নিহত জামারুল ইসলাম হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। সে সম্প্রতি সৌদি প্রবাস ফেরৎ। বর্তমানে পেশায় ব্যাটারিচালিত পাখিভ্যান চালক।

ঘাতক মামা আবুল কালাম একই গ্রামের সাবদাল বিশ্বাসের ছেলে। 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  খবর পেয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছেছেন। নিহতের বোন সাজেদা খাতুন জানান, আমার নানা সাবদাল বিশ্বাস ও নানী মারা গেছেন অনেক আগে। মা মমতাজ খাতুন নানা নানীর কাছে থেকে বাড়ির জমি ২ কাঠা ও মাঠান জমি ৩ কাঠা ভাগ পেয়েছে। জমি ভাগ হলেও মামা আবু কালাম জমির দখল দেননি দীর্ঘদিন। আজকে আমার ভাই জামারুল ইসলাম জমির দখলদার মামা আবুল কালামের কাছে জমি দখল দেওয়ার অনুরোধ করতে যান। এসময় মামা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বাম পায়ে একটি কোপ মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া ইসলাম পাপড়ি তাকে মৃতু ঘোষণা করেন।

সুমাইয়া ইসলাম পাপড়ি জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা গেছেন তিনি।
গাংনী থানার এসআই কামরুজ্জামান বলেন, নিহত জামারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি  আরও বলেন, ঘাতক আবুল কালামকে আটক করতে পুলিশ অভিযানও চালাচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
আ.লীগ নেতা গুমের অভিযোগে সাবেক এমপি রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর জেলায় একযোগে সব থানার ওসিকে বদলি
দক্ষিণ কোরিয়াতে গত দুইদিনে তিন বাংলাদেশি নিহত
জেল পলাতক আসামী গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে বিএসপি
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রবীণগণ হচ্ছে সমাজের শিকড়
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com