শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


রাজধানীতে মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ২:১০ PM

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর ১২৯টি ওয়ার্ডেই আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা৷ এছাড়া সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন স্থানে থাকার কথা। সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে অবস্থান নিতে দেখা যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে। নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই অবস্থান নিয়েছেন তিনি। রোববার মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরে কোটা আন্দোলনকারীদের অবস্থান নেওয়ার কথা রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদের সামনে দেড় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থান নিতে দেখা গেছে। একই এলাকার আসাদগেটে অবস্থান নিয়েছেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ ধানমন্ডি ২৭ নম্বর বাংলাদেশ আই হাসপাতাল এলাকায় ক্ষমতাসীন দলটির প্রায় অর্ধশত নেতাকর্মীকে দেখা গেছে। ধানমণ্ডি ২৭ নম্বর থেকে ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পর্যন্ত সাত সমজিদ সড়কে আর কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ নেতাকর্মী।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, ⁠শহীদ মিনার, ⁠শাহবাগ, ⁠প্রেস ক্লাব, ⁠মৎসভবন/ শিল্পকলা একাডেমি, ⁠চাঁনখারপুল, বাহাদুরশাহ পার্ক, ⁠যাত্রাবাড়ি, ধানমন্ডি ৩২/ রাসেল স্কয়ার, ⁠শনির আখড়া, রোজ গার্ডেন এলাকায় অবস্থান নেওয়ার কথা রয়েছে ৷ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেওয়ার নির্দেশ দিলেও আজ ওয়ার্ডে ওয়ার্ডে দলটির নেতাকর্মীদের অবস্থান কমই দেখা গেছে৷







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আজওয়াহ হজ্ব ট্রাভেলস এর হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান
মেট্রোরেলের পিলারে দেড় দশকের অন্যায়ের প্রতিচ্ছবি
‘গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান হচ্ছে’: তারেক রহমান
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: আদালতে দায় স্বীকার করলেন ছাত্রদল নেতা রবিন
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা রূপরেখা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময় সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৬৩৫ জিপিএ ৫- এসএসসিতে অভাবনীয় সাফল্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
কালীগঞ্জে পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার নিন্দা
টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com