প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ২:১০ PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর ১২৯টি ওয়ার্ডেই আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা৷ এছাড়া সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন স্থানে থাকার কথা। সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে অবস্থান নিতে দেখা যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে। নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই অবস্থান নিয়েছেন তিনি। রোববার মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরে কোটা আন্দোলনকারীদের অবস্থান নেওয়ার কথা রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদের সামনে দেড় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থান নিতে দেখা গেছে। একই এলাকার আসাদগেটে অবস্থান নিয়েছেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ ধানমন্ডি ২৭ নম্বর বাংলাদেশ আই হাসপাতাল এলাকায় ক্ষমতাসীন দলটির প্রায় অর্ধশত নেতাকর্মীকে দেখা গেছে। ধানমণ্ডি ২৭ নম্বর থেকে ধানমণ্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পর্যন্ত সাত সমজিদ সড়কে আর কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ নেতাকর্মী।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, শহীদ মিনার, শাহবাগ, প্রেস ক্লাব, মৎসভবন/ শিল্পকলা একাডেমি, চাঁনখারপুল, বাহাদুরশাহ পার্ক, যাত্রাবাড়ি, ধানমন্ডি ৩২/ রাসেল স্কয়ার, শনির আখড়া, রোজ গার্ডেন এলাকায় অবস্থান নেওয়ার কথা রয়েছে ৷ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেওয়ার নির্দেশ দিলেও আজ ওয়ার্ডে ওয়ার্ডে দলটির নেতাকর্মীদের অবস্থান কমই দেখা গেছে৷