প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৮:৫৬ PM
রাজধানীর ওয়েষ্টিং হোটেলে শনিবার সন্ধ্যায় ১ম আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা (আইআরএফ) গোলটেবিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ চেয়ারওম্যান
সিতারা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও মাজেদুর রহমান মুনিম, ইডি এটিএন এডুকেশন রোকসানা আক্তার রিনি,এটিএন এমসিএল পরিচালক আনিসুর রহমান। বক্তারা বলেন, জাতিসংঘের রেজুলেশন ১(১)এ উল্লেখ আছে প্রত্যেকের চিন্তা, বিবেক এবং ধর্মের স্বাধীনতার অধিকার থাকবে। এই অধিকারের মধ্যে একটি ধর্ম বা তার পছন্দের যে কোন বিশ্বাসের স্বাধীনতা অন্তর্ভুক্ত থাকবে।
আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি: ২৫ নভেম্বর ১৯৮১ সালের সাধারণ পরিষদের রেজোলিউশন ৩৬/৫৫ ধারায় ঘোষিত ধর্ম বা বিশ্বাসের উপর ভিত্তি করে সকল প্রকার অসহিষ্ণুতা এবং বৈষম্য দূর করার বিষয়ে জাতিসংঘের ঘোষণা "সাধারণ পরিষদ, বিবেচনা করে যে জাতিসংঘের সনদের মৌলিক নীতিগুলির মধ্যে একটি হল সমস্ত মানুষের অন্তর্নিহিত মর্যাদা এবং সমতা, এবং সমস্ত সদস্য রাষ্ট্র সহযোগিতায় যৌথ এবং পৃথক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং আন্তর্জাতিক কভেনাকে বিবেচনা করে জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্মের মত পার্থক্য ছাড়াই সকলের জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন সম্মান এবং পালনের প্রচার এবং উত্সাহিত করার জন্য সংস্থার সাথে।