প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৭:১৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারাদেশ। শনিবার (৩ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে দেখা যায়, শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পরে। এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। এর কিছু সময় পর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং খণ্ড খণ্ড মিছিল বের করে। এরপর ফের ছাত্ররা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তায় আসে এবং মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালায়। পরে উত্তেজিত ছাত্ররা একত্রিত হয়ে মাওনা-শ্রীপুর সড়কের ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে থাকা তিনটি পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। শ্রীপুর থানার ওসি জানান, আন্দোলনকারীরা পুলিশ বক্স ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।