প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১:৩১ PM
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা নয় দফা দাবির সপক্ষে নানা স্লোগান দিচ্ছে। এ সময় আফতাব নগর গেইট থেকে প্রধান সড়কের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।
শনিবার (০৩ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্টের সামনে অবস্থান নেওয়া শুরু করে।
সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করে। বেলা বাড়ার সাথে সাথে ব্রাক, আইইউবিটি,আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে।
এ সময় তারা, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার’, ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ দিকে শিক্ষার্থীদের থেকে শান্তিপূর্ণ অবস্থানের নিরাপত্তা দিতেই পুলিশ এখানে অবস্থান করছে বলে জানিয়েছেন বাড্ডা অপারেশন ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
সর্বশেষ তথ্য অনুযায়ী এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলসহ ইস্ট ওয়েস্টের সামনে জড়ো হচ্ছেন।