প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৩:৩৯ PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরু হয়েছে। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বেলা দুইটার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা পল্টন মোড়, প্রেসক্লাব ও মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।
এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’