প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৩:২৯ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। অবশেষে তারা ফিরতে শুরু করেছেন। চলতি মাসে পাকিস্তানে দুই টেস্টের সিরিজ রয়েছে। গত রাতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসেছেন। আজ আসবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। হাথুরুসিংহে ২৫ জুলাই আসতে চেয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতায় তিনি আটকে গিয়েছিলেন।
আগামীকাল (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট দল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেওয়া শুরু করবে। ৪ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে যাবেন ক্রিকেটাররা। সেখানেও তাদের ফিটনেস পরীক্ষা হবে।
মুশতাক আহমেদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আনা হয়েছিল। বিশ্বকাপ শেষ হতেই মুশতাক ইংল্যান্ডের বয়সভিত্তিক একটি ক্লাবের দায়িত্ব নেন। সেটাও খন্ডকালীন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার তাকে ফিরিয়ে আনছে পাকিস্তান সিরিজের জন্য। পূর্ণ সময়ের জন্য ক্রিকেট বোর্ড মুশতাককে চায়। তবে সেটা আপাতত হচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট দল ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচিতে।