বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


কমলা হ্যারিসের পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:০৪ PM

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস অতীতে নিজের কৃষ্ণাঙ্গ বংশ পরিচয় লুকানোর চেষ্টা করেছেন৷

বুধবার যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বাৎসরিক সম্মেলনে এই দাবি করেন তিনি৷
কমলা হ্যারিসের বাবা জ্যামাইকান বংশদ্ভূত এবং মা ভারতীয় বংশদ্ভূত। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে কৃষ্ণাঙ্গ এবং এশীয় হিসেবে পরিচয় দিচ্ছেন৷ তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় অ্যামেরিকান ব্যক্তি যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷
সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি বরাবরই ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি বরাবরই শুধু ভারতীয় ঐতিহ্য প্রচার করেছেন৷ বেশ কয়েকবছর আগে পর্যন্ত, যখন তিনি কৃষ্ণাঙ্গে পরিণত হন, আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত করতে চান। ট্রাম্প বলেন, আমি জানি না, তিনি ভারতীয়, নাকি কৃষ্ণাঙ্গ? কিন্তু আপনি জানেন, আমি যে কোনোটাই সম্মান করি৷ কিন্তু তিনি অবশ্য তেমন নন৷ কারণ, তিনি বরাবরই ভারতীয় ছিলেন৷ তারপর হঠাৎ করে মোড় নেন এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিতে পরিনত হয়েছেন৷
ট্রাম্পের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর এক প্রতিক্রিয়ায় কমলা হ্যারিস জানান, এ ধরনের কথা সাবেক প্রেসিডেন্টের চার বছরের শাসনামল কেমন ছিল তা আবারও জানান দিলো৷

এদিকে কমলা হ্যারিসের বংশ পরিচয় সংক্রান্ত ট্রাম্পের বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে৷ রিপাবলিকান দলের কৌশলবিদ হুইট এয়ারস মনে করেন, হ্যারিসের বর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন তোলাটা ট্রাম্পের বিচক্ষণ পদক্ষেপ হয়নি৷ তিনি বলেন, তার পরিচয় নিয়ে কথা বলার চেয়ে অনেক নীতিগত ইস্যু আছে যা নিয়ে কথা বলা যায় ৷২০২০ সালের এক সমীক্ষা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় চার কোটি মানুষ নিজেদেরকে বহুজাতিক হিসেবে পরিচয় দেন৷ ২০১০ সালে সংখ্যাটি ছিল প্রায় নব্বই লাখ৷







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সালথা নেতাকর্মীদের মারধর জুলুম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংস্কারের প্রশ্নে কোনো আপস নেই : নুর
রোদ, ঘাম আর স্বাস্থ্যঝুঁকি: কেমন হোক গরমের দিনযাপন?
জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না : জ্বালানি উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেখ হাসিনা আইনের শাসন ধ্বংস করেছেন : গিয়াসউদ্দিন
গাজীপুরে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল
কুড়িগ্রামের ফুলবাড়ী: মাদকের রেডজোনে পরিণত সীমান্তবর্তী উপজেলা
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার
ভালুকায় পোশাক কারখানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com