প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ২:৩৫ PM
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানে আনুষ্ঠানিকতা শেষে ইসমাইল হানিয়ার লাশ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে। সেখানে দাফন করা হবে তাকে।
বৃহস্পতিবার (১ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে খামেনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা যায়, নিহত হামাস কর্মকর্তার অন্ত্যেষ্টি মিছিলে ইরানি বিশাল জনতা অংশ নেয়। এর আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর বাসভবনে হামলায় নিহত হন হানিয়া।
এদিকে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য সামনে এনেছে।