প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ২:৩১ PM
ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই শেষ হয়েছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যাতে ৩-০ ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সংক্ষিপ্ত ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ফের দুঃসংবাদ পেল স্বাগতিকরা।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চোট হানা দেয় লঙ্কানদের স্কোয়াডে। অসুস্থতার কারণে দল থেকে ছিটকে যান দুষ্মন্ত চামিরা, আর হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় বাদ পড়েন নুয়ান তুষারাও। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে আরও দুই পেসার ছিটকে গেছেন দল থেকে। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে বেশ লড়াই করেছে লঙ্কানরা। ১৩৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়। এরপর সুপার ওভারে জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। সুপার ওভারে হারা সেই ম্যাচেই কাঁধে অস্বস্তি অনুভব করেন মাথিশা পাথিরানা।
এ কারণেই পাথিরানাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না লঙ্কান ম্যানেজম্যান্ট। একই সঙ্গে দিলশান মাদুশঙ্কাও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। চামিরা এবং তুষারা চোটের কারণে বাদ পড়ার পর দলে জায়গা নিয়েছিলেন মাদুশঙ্কা।
এদিকে নতুন করে চোটে পড়া এ দুজনের বদলে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ এবং ইশান মালিঙ্গা। এ দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত।