প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:৪৩ PM
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ (৩০ জুলাই-৫ আগষ্ট) ২০২৪ এর উদ্ধোধন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এরপর উপজেলা চত্তরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সালথায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানম, উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহরিয়ার জামান শাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাবলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।